২০২১ সালের শেষ দিন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টিতে। এর মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫৩৩টি বিও হিসাবে শেয়ার রয়েছে। আর বাকি ৬ লাখ ৩০ হাজার ৮৬৬টি বিও হিসাব শেয়ারশূন্য হয়েছে।
২০২১ সালের শেষ কার্যদিবস শেয়ার রয়েছে এমন বিও হিসাব দাঁড়িয়েছে ১৪ লাখ ৩ হাজার ৫৩৩টিতে। আর আগের বছর অর্থাৎ ২০২০ সালের শেষ কার্যদিবস বিওতে শেয়ার রয়েছে এমন হিসাব ছিল ১৫ লাখ ৩ হাজার ২৩০টিতে। অর্থাৎ এই এক বছর শেয়ার রয়েছে এমন বিও হিসাব ৯৯ হাজার ৬৯৭টি কমেছে। আর গত এক বছর বিওতে শেয়ার নেই অর্থাৎ শেয়ারশূন্য বিও হিসাব ১ লাখ ১ হাজার ২৬১টি কমে ২০২১ সালের ৩০ ডিসেম্বর দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৩১টিতে।