সিলেটে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

সিলেটে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আবদুস সালাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রবিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সালাম উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের রামপা দক্ষিণ ভাগ এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৯ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে দুটি ভোটকেন্দ্রের উত্তেজনাকে কেন্দ্র করে বৈটিকর এলাকায় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশসহ এলাকাবাসী আহত হন। এ সময় আব্দুস সালামও আহত হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে জসিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হয়ে আমার পিতা মৃত্যুবরণ করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্টদের মুঠোফোনে বার বার কল দিলেও তারা রিসিভ করেনি। এলাকায় অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ