১ ঘণ্টায় বিশ্ব পাড়ি দেওয়ার বিমান তৈরি করছে চীন

নিউজ ডেস্কঃ শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ঘণ্টায় ১২ হাজার মাইল পথ পাড়ি দিতে সক্ষম এমন বিমান তৈরি করছে চীন। যা ১০ জন যাত্রীকে নিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে এক ঘণ্টায় পৌঁছাতে সক্ষম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি ১৪৮ ফুট (৪৫ মিটার) লম্বা। যা বোয়িং ৭৩৭ বিমানের দ্বিগুণেরও বেশি। দু’পাশে ছড়িয়ে থাকা ডানা দেখে মনে হবে যেন কোনো ঘুড়ি আকাশে উড়ছে। এটি ১ ঘণ্টায় বিশ্বের যে কোনো প্রান্তে এক ঘণ্টায় পৌঁছাতে সক্ষম হবে।

এর সঙ্গে যুক্ত চীনা কর্মকর্তাদের আশা, ২০৩৫ সালের মধ্যে আকাশে উড়বে এই বিমান। পরবর্তিতে এর যাত্রী ধারণক্ষমতা ১০০তে উন্নীত হবে।

স্কাই নিউজ জানায়, ২০ বছর আগে নাসার পরিত্যাক্ত প্রকল্প বোয়িং মান্তা এক্স ৪৭সি-র আদলে তৈরি করা হয়েছে চীনা এই বিমানটির প্রাথমিক নকশা। ব্যয়বহুল হওয়ায় নাসা এই প্রজেক্ট বাতিল করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *