অনলাইন ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ২৭। তাঁদের সবার পেশাই ব্যবসা।
বৃহস্পতিবার ( ০৪ জানুয়ারি) অনলাইন প্ল্যাটফর্ম জুমে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে।
সুজনের তথ্য বলছে, স্থাবর-অস্থাবর মিলিয়ে শত কোটির অধিক সম্পদশালীর তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী, সম্পদমূল্য ১ হাজার ৪৫৭ কোটি ৭১ লাখ টাকা। দ্বিতীয়তে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান, সম্পদমূল্য ৪৯৭ কোটি ৬৪ লাখ টাকা। তৃতীয়তে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-৮ আসনের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, সম্পদমূল্য ৩৭২ কোটি ৩০ লাখ টাকা। চতুর্থতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী সালমান ফজলুর রহমান, সম্পদমূল্য ৩৫৩ কোটি ৯৫ লাখ টাকা। পঞ্চমে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আব্দুল মমিন মন্ডল, সম্পদমূল্য ৩৪২ কোটি ৪৭ লাখ টাকা।
এরপর রয়েছেন যথাক্রমে গাজীপুর-৪ আলম আহমেদ, সম্পদমূল্য ৩৩০ কোটি ৫ হাজার টাকা; চুয়াডাঙ্গা-১ দিলীপ কুমার আগরওয়ালা, সম্পদমূল্য ৩১৭ কোটি ৯২ লাখ টাকা; কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন, সম্পদমূল্য ৩০৫ কোটি ৪৫ লাখ টাকা; নারায়ণগঞ্জ-১ গাজী গোলাম মূর্তজা, সম্পদমূল্য ২৭৭ কোটি ৪৪ লাখ টাকা; ঢাকা-৬ মোহাম্মদ সাঈদ খোকন, সম্পদমূল্য ২৩৭ কোটি ৭৯ লাখ টাকা; নরসিংদী-৩ মো. সিরাজুল ইসলাম মোল্লা, সম্পদমূল্য ১৯২ কোটি ৬৮ লাখ টাকা; খুলনা-৪ আব্দুস সালাম মূর্শেদী, সম্পদমূল্য ১৮১ কোটি, ১৯ লাখ টাকা; লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান, সম্পদমূল্য ১৭৬ কোটি ৫৬ লাখ টাকা; নোয়াখালী-২ মোরশেদ আলম, সম্পদমূল্য ১৭৪ কোটি ৩৪ লাখ টাকা।
কুমিল্লা-২ সেলিনা আহমাদ, সম্পদমূল্য ১৬৬ কোটি ১৮ লাখ টাকা; লক্ষ্মীপুর-৪ মো. আব্দুল্লাহ, সম্পদমূল্য ১৫০ কোটি ৯ হাজার টাকা; লক্ষ্মীপুর-৪ মাহমুদা বেগম, সম্পদমূল্য ১৫০ কোটি ৯ হাজার টাকা; ফরিদপুর-৩ আব্দুল কাদের আজাদ, সম্পদমূল্য ১৩৭ কোটি ৮৭ লাখ টাকা; ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, সম্পদমূল্য ১৩৬ কোটি টাকা; নোয়াখালী-২ মো. আতাউর রহমান ভূইয়া, সম্পদমূল্য ১৩৪ কোটি ৭ হাজার টাকা; মানিকগঞ্জ-২ দেওয়ান জাহিদ আহমেদ, সম্পদমূল্য ১১৯ কোটি ৫ হাজার টাকা; কুমিল্লা-৯ মো. তাজুল ইসলাম, সম্পদমূল্য ১১৮ কোটি ৬৯ লাখ টাকা; কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল, সম্পদমূল্য ১১১ কোটি ৯০ লাখ টাকা; জামালপুর-১ নূর মোহাম্মদ, সম্পদমূল্য ১০৫ কোটি ৪১ লাখ টাকা; ঢাকা-১ সালমা ইসলাম, সম্পদমূল্য ১০৫ কোটি ৩৯ লাখ টাকা; রাজশাহী-৬ মো. শাহরিয়ার আলম, সম্পদমূল্য ১০৫ কোটি ৩৮ লাখ টাকা ও ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, সম্পদমূল্য ১০৩ কোটি ২৩ লাখ টাকা।
সম্পাদনা:রুমি