নিউজ ডেস্কঃ ভারতের একটি রিয়েলিটি মিউজিক শো থেকে আলোচনায় উঠে আসেন দেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। এরপর তাকে নিয়ে মিউজিক ভক্তদের আগ্রহের কমতি ছিল না। তবে অল্পদিনেই তাকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা।
নোবেলের ভেরিফায়েড ফেইসবুক পেজে গত বৃহস্পতিবার রাত থেকে একটির পর একটি বিতর্কিত পোস্ট দেখে অনেকেই অবাক! এর মধ্যে গায়ক জেমসকে (ফারুক মাহফুজ আনাম) হেয় করে বেশ কয়েকটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়া হয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়েও।
পোস্টগুলো দেখে নোবেলের সমালোচনার পাশাপাশি তিনি নিজে এগুলো লিখছেন, না-কি অন্য কেউ লিখেছেন তা নিয়ে শুরু হয় জল্পনা। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে দিন শেষে গায়ক নোবেল জানান, তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন।
নোবেল জানান, তার পেজটি পুরোপুরি বেহাত হয়নি, নিয়ন্ত্রণ তার হাতেও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় নোবেল সাংবাদিকদের বলেন, ‘আমার পেজের অ্যাডমিন দুই জন; সেই সঙ্গে এডিটরসহ আছেন মোট ২৭ জন। … এটা (হ্যাক) একটু উপরের লেভেল থেকে হয়েছে বলে একটু ঝামেলা হয়েছে।’
সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়াতে (ফেসবুকের আঞ্চলিক দপ্তর) যোগাযোগ করা হচ্ছে। ইন্ডিয়াতে কাজ না হলে প্রয়োজনে সিলিকন ভ্যালি পর্যন্ত যাব। পেজ আমরা উদ্ধার করব।’
কখন থেকে পেজটি বেহাত- এমন প্রশ্নের জবাবে নোবেল দাবি করেন, পেজটি পুরোপুরি বেহাত হয়নি; নিয়ন্ত্রণ তার হাতেও আছে। তাহলে পোস্টগুলো সরিয়ে নিচ্ছেন না কেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে থ্রেট দেওয়া হচ্ছে যে, স্ট্যাটাসগুলো ডিলিট করলে আরও আজেবাজে স্ট্যাটাস দেওয়া হবে। যে কারণে স্ট্যাটাসগুলো ডিলিট করছি না। আমার ফেসবুক পেজ সিকিউর করতে চাই।’