সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলা

নিউজ ডেস্কঃ আবারও সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। সেই সঙ্গে একটি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে সৌদির ওই বিমানবন্দরে দ্বিতীয়বার ড্রোন হামলা হলো। তবে এখনো পর্যন্ত এই হামলার দায় নেয়নি কোনো জঙ্গিসংগঠন। বেশ কয়েক বছর ধরে ইয়েমেনে ইরানের মদদপুষ্ট সংগঠন ও সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ফলেই এই হামলা কি না তা এখনো জানা যায়নি। সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি আঘাত হানার আগেই তারা চিহ্নিত করেছিল। তা না হলে আরো বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো তাদের।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠন। সেই সময় থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরকে টার্গেট করেছে বিদ্রোহীরা। শুধু বিমানবন্দর নয়, সৌদির অনেক সেনাঘাঁটি ও তেল উত্তোলক কেন্দ্রগুলেকেও লক্ষ্য করেছে তারা।

সূত্র : আরব নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *