বিনোদন ডেস্ক :
বিলাসবহুল গাড়ি কিনলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিশ্ববিখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের গাড়িটি কিনতে তিনি খরচ করেছেন মোটা অঙ্কের টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গাড়িটি রোলস রয়েস ঘোস্ট ব্ল্যাক ব্যাজের সংগ্রহ থেকে নেওয়া। গাড়িটির দাম ১২ কোটি ২৫ লাখ রুপির বেশি।
ইমরান হাশমির সংগ্রহে ইতিমধ্যেই রয়েছে ল্যাম্বরগিনি, মেবাচ এবং রোভারের মতো দামি সব গাড়ি। এবার সংগ্রহে যুক্ত হলো কালো রঙের বিশ্বের অন্যতম বিলাসবহুল রোলস রয়েস ব্র্যান্ডের এই গাড়ি।
গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে গাড়িটি নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন বলিউডের আলোচিত এই নায়ক।
উল্লেখ্য, সর্বশেষ ‘টাইগার ৩’ সিনেমাতে ভিলেনের চরিত্রে প্রশংসিত হয়েছে ইমরান হাশমির অভিনয়।
সম্পাদনা: রুমি