লকডাউনের নামে ‘ক্র্যাকডাউনে’ সরকার : মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ লকডাউনের নামে সরকার বিরোধী দল দমনে ‘ক্র্যাকডাউনে’ নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই লকডাউনকে কেন্দ্র করে সরকার একটা ক্র্যাকডাউনে নেমেছে। এই ক্র্যাকডাউনে নেমে তারা সব বিরোধী দলের নেতা-কর্মী, আমাদের দলের নেতা-কর্মী, অঙ্গসংগঠনের নেতা-কর্মী, অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার করছে, হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, “ক্র্যাকডাউনের এই সুযোগটা নিয়ে সরকার বিরোধী দলের বাড়িতে হামলা করছে। সারাদেশে দলের নেতা-কর্মীরা কেউ বাড়িতে থাকতে পারছে না।”

সংবাদ সম্মেলন থেকে নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন, গণতান্ত্রিক স্পেস তৈরি করুন। অন্যথায় এর খেসারত আপনাদেরকে অবশ্যই দিতে হবে। জনগণের কাছে তার দায়-দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *