যুক্তরাষ্ট্রের ত্রাণ তহবিল থেকে ১০ হাজার কোটি ডলার চুরি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ত্রাণ তহবিল থেকে অন্তত ১০ হাজার কোটি ডলার চুরি হবে বলে দেশটির সিক্রেট সার্ভিস জানিয়েছে|

স্থানীয় সময় মঙ্গলবার সিক্রেট সার্ভিস জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং চাকরি হারানো নাগরিকদের সহায়তায় এই তহবিল গঠন করা হয়েছিল| খবর এবিসি নিউজের সিক্রেট সার্ভিসের ন্যাশনাল প্যান্ডামিক ফ্রড রিকভারি কোঅর্ডিনেটর রয় ডটসন এক সাক্ষাতকারে জানান, শ্রম বিভাগ এবং ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের তথ্যের ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে| এতে বিচার বিভাগের প্রতারণা সংক্রান্ত তথ্য যুক্ত করা হয়নি| জানা গেছে, ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার সহায়তা হিসেবে দেওয়া হয়েছে যার মধ্যে ৩ শতাংশ প্রতারণার শিকার হয়েছে| বেকারত্ব তহবিল থেকেই সবচেয়ে প্রতারণা হয়েছে|

শ্রম বিভাগ জানিয়েছে, এই তহবিল থেকে ৮৭ বিলিয়ন ডলার চুরি করা হয়েছে| অর্থাৎ এই খাতের একটা বড় অংশই প্রতারণার মাধ্যমে দেওয়া হয়েছে| সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা তদন্তের সময় ১ দশমিক ২ বিলিয়ন ডলার জব্দ করেছিল| সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা ৯০০ এর বেশি ফৌজদারি অপরাধের তদন্ত করেছেন| এই সময় শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে| মার্কিন বিচার বিভাগ গত সপ্তাহে জানিয়েছিল, তারা প্রতারণার কারণে তারা ১৫০ জনকে অভিযুক্ত করেছিল এবং ৯৫টি মামলা করেছে| এছাড়া বিচার বিভাগ ৭৫ মিলিয়ন ডলার জব্দ করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *