মাটি খুঁড়ে মিলল সাড়ে ৪ হাজার বছরের মিসরীয় সূর্যমন্দির

নিউজ ডেস্কঃ প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ির কাজ করতে গিয়ে মিশরে সন্ধান মিলল সাড়ে চার হাজার বছরের পুরনো এক সূর্যমন্দির। গত কয়েক দশকের মধ্যে এটিই মিশরের সব চেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। খবর জি নিউজের।

মিশরের প্রাচীন শাসক ফারাওদের নির্মিত চারটি সূর্যমন্দিরের একটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মনে করা হয়, মিশরের প্রাচীন শাসকেরা ছয়টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। এগুলির বয়স সাড়ে চার হাজার বছরের মতো। এই সূর্যমন্দিরগুলির মধ্যে এখনও পর্যন্ত দুটির সন্ধান পাওয়া গিয়েছে। ১৮৯৮ সালে একটি সূর্যমন্দির আবিষ্কৃত হয়েছিল।

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় এই সূর্যমন্দিরটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মন্দিরের ভেতরে খালি জায়গা রয়েছে। রয়েছে বিশাল লম্বা এক স্তম্ভ। অনুমান করা হচ্ছে, সেখানেই সকলে মিলে সূর্য আরাধনা করা হত।

মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের হয়ে এই পুরাতাত্ত্বিক গবেষণাটি করা হয়েছে। তার তরফে ডিরেক্টর মাসিমিলিয়ানো নুজলো জানান, উনিশ শতকে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। তবে গত ৫০ বছরের মধ্যে এ সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *