স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম পর্ব শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে আজ টুর্নামেন্টের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। গত বারের চেয়ে দামও বেড়েছে টিকিটের।
মূলত ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। একমাত্র এই গ্যালারির টিকিটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বোচ্চ ২৫০০ টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। দামের দিক থেকে গ্র্যান্ড স্ট্যান্ডের পরেই রয়েছে ভিআইপি স্ট্যান্ড। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। ক্লাব হাউজের টিকিট মিলবে ৮০০ টাকায়। নর্থ, সাউথ—দুই স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। যেখানে গত বিপিএলে গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের দাম ছিল ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের দাম ছিল ১০০০ টাকা আর ৫০০ টাকা ছিল ক্লাব হাউজের টিকিটের দাম। নর্থ, সাউন্ড—দুই স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৩০০ টাকা।
চলতি সপ্তাহের শুক্রবার শুরু হবে ২০২৪ বিপিএল। উদ্বোধনী দিনের দুইটা ম্যাচের সময়ই ৩০ মিনিট করে পেছানো হয়েছে। প্রথম ম্যাচে বেলা আড়াইটায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স।
২০২৩ ও ২০২৪ বিপিএলে টিকিটের দামের তুলনা:
গ্যালারি বিপিএল ২০২৩ (টাকা) বিপিএল ২০২৪ (টাকা)
পূর্ব ২০০ ২০০
উত্তর/দক্ষিণ ৩০০ ৪০০
ক্লাব হাউস ৫০০ ৮০০
ভিআইপি ১০০০ ১৫০০
গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ ২৫০০
সম্পাদনা: রুমি