বিনোদন ডেস্কঃ সেলিব্রেটিদের লুকিয়ে বিয়ে বা গণমাধ্যমকে খানিক লুকোচুরিতে রেখে বিয়ের কালচারটা প্রাচীন। করোনার এই সাময়িক বিরতির সময় বলিউডের অন্যতম আলোচনা ছিল ভীকি-ক্যাটের বিবাহ। এদিকে একই সঙ্গে আরও কিছু বিয়ের খবর চাউর হতে শুরু করেছে। এর ভেতরে অস্কারজয়ী এ আর রহমান কন্যা রয়েছেন যেমন। তেমনি রয়েছেন আমিশা প্যাটেল।
বেশ কিছু দিন ধরেই এখানে-ওখানে-সেখানে যুগলে দেখা মিলছিল দু’জনের। সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। সদ্য টুইটারে পাওয়া গেল তাঁদের প্রেমের হদিশ! আমিশা প্যাটেলকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন ‘বন্ধু’ ফয়সাল প্যাটেল! একেবারে ভরা বাজারে! তবে এর কিছুক্ষণ পরেই অবশ্য মুছে দিয়েছিলেন সেই টুইট। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘কহো না’ কন্যের বিয়ের জল্পনায় হইচই জুড়েছেন অনুরাগীরা। অনেকেই স্ক্রিন শট রেখে দিয়ে তা নিয়ে ট্রল শুরু করেছেন।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। প্রয়াত রাজনীতিক আহমেদ প্যাটেলের পুত্র ফয়জলের জন্মদিনে। সে দিনই আমিশার শুভেচ্ছা টুইট নজর কেড়েছিল অনুরাগীদের। ‘প্রিয়তমের’ জন্মদিনে একরাশ ভালবাসা জানিয়েছিলেন ‘গদর’-এর নায়িকা। তারই জবাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেন ফয়সাল! সেখানেই লিখেন ‘সকলের সামনেই প্রস্তাব দিচ্ছি তোমায়। আমায় বিয়ে করবে?’ বাকিটা এখন টুইটার পাড়ার মুখরোচক ইতিহাস!