বিনোদন ডেস্কঃ তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার পর ক্যামেরা থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে প্রায় ২ মাস বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন তিনি।
বৃহস্পতিবার নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের নাটকটিতে তার বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘জীবনটাকে এতই ব্যস্ত করে ফেলেছিলাম যে, মনে হচ্ছিল একটু ছুটি প্রয়োজন। তাই সাময়িক বিরতি নিয়েছিলাম। তবে এটাও আনন্দের, আবার আমি কাজে ফিরেছি। লাইট-ক্যামেরা-অ্যাকশন! এটাই তো আমার আসল ঠিকানা। বিরতির পর ফিরতে একটু ভয়-দ্বিধা কাজ করলেও নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে।’