নির্বাচনের জন্য মেয়রদের প্রস্তুত থাকতে বললেন এরদোগান

নিউজ ডেস্কঃ 

রস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার দল একেপি থেকে নির্বাচিত মেয়রদের আসন্ন নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

২০২৩ সালে দেশটিকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর হুরিয়াতের।

এরদোগান বলেন, আপনাদের পৌরসভার নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন। তাই দলকে নির্বাচিত করতে এখন থেকেই উঠেপড়ে লেগে যান।

সিটি নির্বাচন হবে ২০২৪ সালে আর সংসদ নির্বাচন হবে ২০২৩ সালে। তাই সংসদ নির্বাচনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

আঙ্কারায় বৃহস্পতিবার একটি দলীয় সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশটির মুদ্রার মান কমে যাওয়ায় বেশ বেকায়দায় পড়েছেন এরদোগান। এ কারণে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আগভাগেই প্রচারণায় নেমেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *