ধর্ম ডেস্কঃ জীবনের প্রত্যেকটি কাজে রসুল (সা.) অনুসরণ মুমিনের জন্য আবশ্যক। কেননা রসুল (সা.)-এর আদর্শই উত্তম আদর্শ। রাসুল (সা.) দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে যেসব কাজ করেছেন, মুমিন বান্দার উচিত দাম্পত্য জীবনে রসুল (সা.)-এর সে সুন্নাতগুলো আঁকড়ে ধরা। ফলে একদিকে যেমন রসুল (সা.)-এর অনুসরণ হবে, অপরদিকে স্বামী-স্ত্রীর মধ্যে বৃদ্ধি পাবে সীমাহীন ভালোবাসা, যা সুখী পরিবার গঠনে অন্যতম সহায়ক।
দাম্পত্য জীবনে পালনীয় রসুল (সা.)-এর সুন্নাত :
১. স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৫৭৯)
১. স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাত। হজরত আয়েশা (র.) রসুল (সা.)-এর চুল আঁচড়ে দিতেন। (বুখারি শরিফ হাদিস ২৯৫)।
২. স্বামী-স্ত্রীর একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৬২০)
৩. স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৯, ৩৪১১)
৪. স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত। (ইবনে মাজাহ হাদিস ১৯৭৯,আবু দাউদ হাদিস ২৫৭৮)
৫. স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। (মুসলিম হাদিস ৫৭৯)
৬. শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। (তিরমিযি হাদিস ১০৯৩)
৭. স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত। (রসুল সা, আয়েশা রা, কে হূমায়রা বলে ডাকতেন)।
৮. স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নাত। (আবু দাউদ হাদিস ২৮৬৪)
৯. স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নাত।
হজরত আবদুল্লাহ্ ইব্নু যাম’আহ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবি (সা.) বলেছেন, তোমরা কেউ নিজ স্ত্রীদের গোলামের মতো প্রহার করো না। কেননা, দিনের শেষে তার সঙ্গে তো মিলিত হবে। (বুখারি শরিফ হাদিস ৫২০৪)
১০. স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। (বুখারি হাদিস ২৯৭)
১১. স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। (বুখারি হাদিস ৬৭৬)
১২. হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। (বুখারি হাদিস ৩০০)
১৩. স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৮)
১৪. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসুল (সা.) লটারি করতেন, যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন। (বুখারি হাদিস ২৫৯৩)
১৫. স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৬)
আল্লাহ তাআলা সবাইকে দাম্পত্য জীবনে রসুল (সা.)-এর সুন্নাতগুলো পালন করার তাওফিক দান করুন। আমিন