স্পোর্টস ডেস্ক :
সেঞ্চুরিয়নে বিধ্বস্ত হয়ে দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতের সিরিজ জয়ের আশা শেষ সেখানেই। সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকা-ভারত প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছিল তিন দিনেই। কেপটাউনের নিউল্যান্ডসে এবার দুই দিন পূর্ণ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে ‘প্রতিশোধ’ নিল ভারত। ৭ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করল ভারত।
কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ‘উইকেট বৃষ্টি’। দেড় দিনেই পড়েছে ৩৩ উইকেট। যার মধ্যে ২৩ উইকেট পড়েছে প্রথম দিনেই। গতকাল শুরু প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৫৫ রানে। একই দিনে ভারত অলআউট হয়েছে ১৫৩ রানে। একই দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৬২ রানে দিন শেষ করেছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারানো প্রোটিয়ারা অলআউট হয়েছে ১৭৬ রানে। ৭৯ রানের লক্ষ্যে নামা ভারত শুরু থেকেই করে আক্রমণাত্মক ব্যাটিং। ৩৪ বলে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। ২৩ বলে ২৮ রান করা জয়সওয়ালকে ফিরিয়ে জুটি ভাঙেন নান্দ্রে বার্গার।
জয়সওয়ালের বিদায়ের পর উইকেটে আসেন শুবমান গিল। ১১ বলে ১০ রান করা গিলকে বোল্ড করেন কাগিসো রাবাদা। রাবাদা অবশ্য পেতে পারতেন আরও এক উইকেট। ১১ তম ওভারের তৃতীয় বলে রাবাদাকে পুল করতে যান রোহিত। ভারতীয় অধিনায়ক নিজেও আশা ছেড়ে দিয়েছিলেন এই ভেবে যে তিনি আউট। তবে আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি টনি দি জর্জি। এরপর ১২ তম ওভারের প্রথম বলে বিরাট কোহলির উইকেট তুলে নেন মার্কো ইয়ানসেন। এই উইকেট প্রোটিয়ারা নিয়েছে রিভিউর সাহায্যে। আর ভারত জয় নিশ্চিত করেছে ইয়ানসেনের সেই ওভারেই। ওভারের শেষ বলে মিড অন দিয়ে চার মেরে ভারতকে ৭ উইকেটের জয় এনে দেন শ্রেয়াস আইয়ার। তাতে ১৪৭ বছরের ইতিহাসে এখনো পর্যন্ত দুই দিনের মধ্যে শেষ হওয়া টেস্ট হয়েছে ২৫ টি। যার মধ্যে এই শতাব্দীতে ১৫ টেস্ট শেষ হয়েছে দুই দিনের মধ্যে।
সম্পাদনা :রুমি