বিনোদন ডেস্কঃ আজ থেকে দুই যুগ আগে বলিউডে মুক্তি পেয়েছিল ‘কয়লা’ নামে একটি সিনেমা। যেখানে একেবারে ভিন্নধর্মী একটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে শাহরুখ খান তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে।
এবার একই নামে ঢালিউডে একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। ‘কয়লা’ নামে এ সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আলোচিত নায়িকা শবনম বুবলী।
নতুন এ সিমেনাটি কিন্তু বলিউডের কয়লার আদলে নির্মিত হচ্ছে না। পরিচালক জানিয়েছেন নিজস্ব গল্প এবং স্বকীয়তা নিয়ে এটি নির্মিত হচ্ছে। সিনেমায় নায়ক কে হবে সেটা এখনো চূড়ান্ত নয়। এ প্রসঙ্গে পরিচালক বলেন, “নায়িকা নির্বাচন করা হয়েছে বুবলীকে। ইতোমধ্যেই সিনেমায় গল্প ও চরিত্র শুনে ‘কয়লা’র প্রতি তিনি যে আগ্রহ দেখিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আশা করছি ভালোভাবেই কাজটি হবে এবং নতুন এক বুবলীকে আবিষ্কার করবেন দর্শক।”
নায়ক প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন একজন হিরো চাই, যেন তিনি সেই চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। সেটাও একটা চমক হতে পারে। বুবলী বলেন, ‘আসলেই আমি চরিত্রটি নিয়ে এক্সাইটেড। একেবারেই নতুন ধরনের চরিত্র আমার জন্য।’ শিগ্গির এ সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।