ডিসেম্বরের মধ্যে আসবে ২০ কোটি ডোজ টিকা

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ করোনার টিকা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক হাসপাতালে ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেছেন, ‘এক দিনে আমাদের ৩২ লাখ টিকা দেওয়ারও অভিজ্ঞতা আছে। সরবরাহ বাড়লে টিকা দিতে কোনো সমস্যা হবে না। সরবরাহ বাড়লে টিকা দেওয়ার পরিসরও বাড়ানো হবে। আমরা সব মিলিয়ে ১০ কোটি মানুষকে টিকা দিতে চাই।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জন।

প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ জন এবং নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ জন এবং নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৬ লাখ ১৯ হাজার ৭৩১ ডোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *