জ্যাকুলিনকে সঙ্গী করে বাদশাহর নতুন চমক

বিনোদন ডেস্কঃ সেই গানের ভিডিওতে অংশ নিয়ে সাড়া ফেলেন বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজ।

ভিডিওতে বাঙালি পোশাকে জ্যাকুলিনের ভূয়সী প্রশংসা করেন সংগীতপ্রেমীরা।

সেই সাফল্যকে পুঁজি করে জ্যাকুলিনকে নিয়েই এবার বাদশাহ নির্মাণ করলেন আরও একটি গান। শিরোনাম ‘পানি পানি’।

গত ফেব্রুয়ারিতে রাজস্থানে গানটির শুটিং শেষ হয়েছে। ভিডিও শেষ হয়েছে ইতোমধ্যে। তবে ভারতে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ভিডিওটি অবমুক্ত করছেন না বাদশাহ।

এ প্রসঙ্গে বাদশাহ জানিয়েছেন, ‘আমি আস্থা রাখি যে, এই গানটিও হিট হবে।  কিন্তু এমন কঠিন সময়ের মুখোমুখি আমরা যে,  গানটি মুক্তি দিচ্ছি না এখনই। আমরা অপেক্ষা করব। আমরা মানুষকে কিছুটা আনন্দ দিতে চাই । পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলে এ নিয়ে ভাবব। মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি তাই।’

উল্লেখ্য, ‘বড় লোকের বেটি লো’ গানটি প্রশংসার সঙ্গে বিতর্কেও জড়িয়েছিল। পশ্চিমবঙ্গের গীতিকবি রতন কাহারের গানের একটি লাইন ‘বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল’ জুড়ে দেওয়া হয়েছে সেই গানে। কিন্তু বাদশাহ সেই অংশের রয়ালটি প্রথমে দেননি গীতিকবিকে। এ নিয়ে সে সময়  সমালোচনার ঝড় বয়ে গেলে সামাজিকমাধ্যমে লাইভে এসে ক্ষমা চান বাদশাহ।

‘পানি পানি’ গানের জন্য এসব বিষয় হয়তো খেয়ালে রেখেছেন পাঞ্জাবের এই গায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *