আগামী জুলাই মাসে সৌদি আরব ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের দুই দেশে সফর নিয়ে চলতি সপ্তাহেই ঘোষণার পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউজের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সফরটি জুলাইয়ের মাঝামাঝিতে হতে পারে। সফরে সৌদির ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, সৌদি আরব ও ইসরায়েল সফরের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে আমরা দ্রুত ঘোষণা করবো।
জানা যায়, আসন্ন সফরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে চেষ্টা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। জ্বালানি তেল সরবরাহ নিয়েও আলোচনার কথা রয়েছে।
ইউক্রেনে হামলার জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় সংকট কাটিয়ে উঠতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির যোগান নিশ্চিতে করে চলে যাচ্ছে দেশটি।