জার্মানিতে বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ৮০, নিখোঁজ ১৩০০

নিউজ ডেস্কঃ পশ্চিম জার্মানির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো অন্তত এক হাজার ৩০০ মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য পাওয়া গেছে। গত বুধবার রাতে শুরু হওয়া এই বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ৬টি ভবন ধসে পড়েছে এবং অনেকে নিখোঁজ হয়েছেন। জীবন বাঁচাতে স্থানীয়রা বিভিন্ন বাসা-বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন।

বন্যা থেকে বাচতে অনেক মানুষ বাড়ির ছাদে অবস্থান নিয়েছে। তবে সেখানে মোট কতজন অবস্থান করছে, তা এখনো পরিষ্কার নয়। অনেক এলাকায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে, শেষ হলে প্রকৃত অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন
স্থানীয় পুলিশের এক মুখপাত্র।

বন্যার কারণে দেশটির রাইন নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় রেল, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থাও বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় প্রবেশ করতে পারছে না উদ্ধারকারী বাহিনী। প্রদেশের ভুলকানাইফেল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এমন বিপর্যয়ে আমি হতবাক। বন্যায় অনেক মানুষ বিপাকে পড়েছেন। নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’

জার্মানির পাশাপাশি ইউরোপের বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও আবহাওয়ার একই অবস্থা বিরাজ করছে। এই দুই দেশেও ভারী বর্ষণে বন্যা হয়েছে। বেলজিয়ামে প্রায় ১ হাজার বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *