জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা, পশ্চিমা নেতাদের তীব্র নিন্দা

নিউজ ডেস্কঃ

জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একে বেপরোয়া কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। এ ধরনের আচরণ পুরো ইউরোপের নিরাপত্ত্বাকে সরাসরি হুমকিতে ফেলছে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডাও জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকায় সামরিক তৎপরতা বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কণ্ঠেও শোনা গেছে একই ধরনের আহ্বান। এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি। অবিলম্বে এসব হামলা বন্ধ করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রুডো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘পরমাণু সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে বলেছেন, রাশিয়া ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *