এরিকসেন শঙ্কামুক্ত, রাতেই পুনরায় ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ শঙ্কামুক্ত ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। তাই এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাতেই মাঠে গড়াবে স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) আবার শুরু হবে ম্যাচটি।

সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের শঙ্কামুক্ত হওয়ার খবর পেয়ে আজ (শনিবার) রাতেই ম্যাচ খেলতে রাজি হয়েছেন ডেনমার্কের ফুটবলাররা। এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন।

কোপেনহেগেনের রাইয়োহস্পিটালেটে চিকিতসাধীন রয়েছেন এরিকসেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন। সতর্কতাস্বরুপ প্রয়োজনীয় সব পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *