উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্কঃ আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইংল্যান্ড দল। ৫টি টি-টোয়েন্টি খেলতেই ক্যারবীয় দ্বীপ ভ্রমণ করবে ইংলিশরা। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১১ সদস্যকে রাখা হয়েছে ক্যারিবীয় সফরের দলে। ১৬ সদস্যের দলে নতুন মুখ জর্জ গার্টন ও ডেভিড পেইন। পল কলিংউড হেড কোচ হয়ে যাবেন এই সফরে। এছাড়া মার্কুস ট্রেসকটিকসকে সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

দল নিয়ে হেড কোচ কলিংউড বলেছেন, ‘বিশ্বকাপের বাকি নেই এক বছর। এই সময়ের মধ্যে আমাদের দল গুছাতে হবে। আমরা পাওয়ার ব্যাটিংয়ের উপর গুরুত্ব দিয়ে ব্যালেন্স একটা দল গঠন করেছি।’

ইংল্যান্ড দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, টম ব্যান্টন, স্যাম বিলিংস, লিয়াম ডসন, জর্জ গার্টন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, টাইমাল মিলস, ডেভিড পেইন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স।

টি-টোয়েন্টি সিরিজের সব কয়টা ম্যাচ কেনিংটন ওভাল ও বার্বাডোসে অনুষ্ঠিত হবে: ২২ জানুয়ারি – ১ম ম্যাচ, ২৩ জানুয়ারি – দ্বিতীয় ম্যাচ, ২৬ জানুয়ারি – তৃতীয় ম্যাচ, ২৯ জানুয়ারি – ৪র্থ ম্যাচ, ৩০ জানুয়ারি – ৫ম ও শেষ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *