দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে এই বছরের জানুয়ারিতে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১৩ জুন) এক টুইট বার্তায় দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার খবর দেন ট্রুডো নিজেই।
ট্রুডো টুইটবার্তায় লেখেন, ‘আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আমি এখন থেকে সরকারের করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধিনিষেধগুলো মেনে চলবো ও সঙ্গনিরোধে থাকব। আমার করোনার টিকা নেয়া আছে, এ কারণেই বেশ ভালো বোধ করছি। তাই আপনাদের যদি টিকা না নেয়া থাকে, তাহলে নিয়ে নিন। পারলে বুস্টার ডোজও নিয়ে নিন।’
এর আগে গত জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমবার করোনা আক্রান্ত হন। তখন একইসাথে তার তিন সন্তানের মধ্যে দুই সন্তানেরও করোনা শনাক্ত হয়েছিলো।