প্রকাশিত: 11:01 AM, April 4, 2021
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামীকাল সোমবার থেকে এই লকডাউন শুরু হবে। আর এর প্রভাবে আজ রোববার শেয়ারবাজারে ধস নেমেছে।
প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৫৬ পয়েন্ট।
ডিএসইতে আজ আধা ঘণ্টায় লেনদেন হয়েছে ৮১ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ২১০টির দর, বেড়েছে মাত্র ১০টির, অপরিবর্তিত আছে ২৫টির দর।
গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৭০ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৪৫১ কোটি ৩৩ লাখ টাকার।
অন্যদিকে, আধা ঘণ্টায় সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ৬৬টির দর, বেড়েছে মাত্র ৫টির, অপরিবর্তিত আছে ৩টির দর।
করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল লকডাউনের ঘোষণা আসে। তবে লকডাউনে শেয়ারবাজারে লেনদেনও সচল থাকবে। আগে থেকেই এ সিদ্ধান্ত নিয়ে রেখেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল শনিবার লকডাউনের ঘোষণার সিদ্ধান্ত আসার পর আগের সিদ্ধান্তের কথার পুনরাবৃত্তি করে বিএসইসি। সংস্থাটির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ বিষয়ে জানান, “ব্যাংকে লেনদেন সচল থাকলে শেয়ারবাজারেও লেনদেন অব্যাহত থাকবে। এ সিদ্ধান্ত আমরা আগেই নিয়ে রেখেছি।”
তাই লকডাউনে শেয়ারবাজারের লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
BUFFALONEWS24.COM
FOR THE BUFFALO BANGLADESHI COMMUNITY.
Editor : Masuma Ferdousi,
Managing Editor : Abu Jahangir
Executive Editor : Moshahid Ali Chowdhury
Phone : +1 3476915615, 6467534582.
Email : buffalonews24@gmail.com
Published From Buffalo, New York, USA.
A Concern Of Positive International Inc
All Rights Reserved-2021-2022.
Developed By : positiveit.us
Design and developed by positiveit.us