প্রকাশিত: 12:39 PM, April 8, 2021
নিউজ ডেস্কঃ বিশ্বে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬ কোটি ২০ লাখ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।
১৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।খবর এএফপি ও রয়টার্সের।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় ১৫ জুন থেকে ব্যবসা-বাণিজ্য পুরোদমে খুলে দেওয়া হচ্ছে।
প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার কথা ছিল আগামী ১ মে থেকে। এবার তা এগিয়ে আনা হলো।
গত মঙ্গলবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেছেন, আমাদের টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে। টিকা নেওয়ার বিষয়টি আমরা আরও সহজ করতে চাচ্ছি।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৫ কোটি ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রথম দেশ হিসেবে ৬ কোটি ২০ লাখ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।
বাইডেনের এই ঘোষণার কারণে বয়সের ভিত্তিতে টিকা দেওয়ার কর্মসূচির সমাপ্তি ঘটবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সব মার্কিন নাগরিক টিকার আওতায় চলে আসবে।
ভার্জিনিয়ায় এক টিকা দেওয়ার কেন্দ্র পরিদর্শন করেছেন জো বাইডেন। তিনি সেখানে বলেছেন, টিকার একটি ডোজ দ্রুত নিয়ে নিন। এভাবেই আমরা একে পরাজিত করতে পারব।
এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আগামী ১৫ জুন থেকে পুরোপুরি খুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। তুলে দেওয়া হতে পারে সব ধরনের বিধিনিষেধ।
BUFFALONEWS24.COM
FOR THE BUFFALO BANGLADESHI COMMUNITY.
Editor : Masuma Ferdousi,
Managing Editor : Abu Jahangir
Executive Editor : Moshahid Ali Chowdhury
Phone : +1 3476915615, 6467534582.
Email : buffalonews24@gmail.com
Published From Buffalo, New York, USA.
A Concern Of Positive International Inc
All Rights Reserved-2021-2022.
Developed By : positiveit.us
Design and developed by positiveit.us