প্রকাশিত: 8:19 AM, March 18, 2021
উৎসব উপলক্ষে সাজসজ্জা করা হয় ডিআরইউ প্রাঙ্গণ। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে সদস্য সন্তান ও সদস্যদের উপস্থিতিতে মুখরিত ছিল ডিআরইউ চত্বর। ক্যান্টিনে আয়োজন ছিল বিশেষ খাবারের। অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
সকাল ১০টায় সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় উৎসব। বিকাল ৩টায় সাগর-রুনী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। অনুষ্ঠানে তিনি শিশু-কিশোরদের সৎ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার আহবান জানান। তিনি বলেন, শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ-ইতিহাস-ঐতিহ্য জানতে হবে। এই শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।
সাংস্কৃতিক উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন (সঙ্গীতে) সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক মান্নান মোহাম্মদ, ইথুন বাবু ও হাসান মাহমুদ। (আবৃত্তিতে) আবৃত্তি শিল্পী ও সংগঠক মাসুম আজিজুল বাসার ও আদ্রিতা সরকার। (চিত্রাঙ্কনে) বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম মনির ও হাসানুজ্জামান।
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, উদযাপন কমিটির সদস্য সচিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ প্রমুখ।
BUFFALONEWS24.COM
FOR THE BUFFALO BANGLADESHI COMMUNITY.
Editor : Masuma Ferdousi,
Managing Editor : Abu Jahangir
Executive Editor : Moshahid Ali Chowdhury
Phone : +1 3476915615, 6467534582.
Email : buffalonews24@gmail.com
Published From Buffalo, New York, USA.
A Concern Of Positive International Inc
All Rights Reserved-2021-2022.
Developed By : positiveit.us
Design and developed by positiveit.us