প্রকাশিত: 1:17 PM, February 8, 2021
আর্ন্তজাতিক ডেস্ক: ডেনমার্কে করোনার বিধিনিষেধ ও ডিজিটাল টিকাদান সনদের প্রতিবাদে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছেন। শনিবার রাতে কোপেনহেগেনে এই বিক্ষোভ হয়েছে।
‘মেন ইন ব্ল্যাক ডেনমার্ক’ নামে পরিচয় দেয়া একটি গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করেছে। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
বাইরে তীব্র শীত সত্ত্বেও নিজেদের ক্ষোভ প্রকাশে পার্লামেন্ট ভবনের সামনে প্রায় ৬০০ লোককে জড়ো হতে দেখা গেছে।
দেশটির আংশিক লকডাউনকে একনায়কতন্ত্র আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। তবে তাদের ক্ষোভের মূল কারণ ডিজিটাল টিকা পাসপোর্ট।
ইউরোপের অন্যান্য দেশের মতো ভ্রমণের জন্য ডেনমার্কও কোভিড-১৯ টিকা গ্রহণের ডিজিটাল সার্টিফিকেট চালু করতে চায়।
এটি ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রেস্তোঁরাগুলোর জন্য ব্যবহার করা হতে পারে।
প্রতিবাদী আয়োজকরা বলেছেন, এই ধরণের পাসপোর্ট টিকা দেওয়ার বাধ্যবাধকতা বোঝায় এবং ব্যক্তির স্বাধীনতার ওপর আরও বিধিনিষেধ আরোপ করে। যদিও ডেনমার্কে টিকাদান বাধ্যতামূলক নয়।
বিক্ষোভকারীরা উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের মতো দেখতে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের ছবি বহন করেন। অনুমোদিত এই সমাবেশটি শান্তিপূর্ণ ছিল, পুলিশও মোতায়েন করা হয়।
BUFFALONEWS24.COM
FOR THE BUFFALO BANGLADESHI COMMUNITY.
Editor : Masuma Ferdousi,
Managing Editor : Abu Jahangir
Executive Editor : Moshahid Ali Chowdhury
Phone : +1 3476915615, 6467534582.
Email : buffalonews24@gmail.com
Published From Buffalo, New York, USA.
A Concern Of Positive International Inc
All Rights Reserved-2021-2022.
Developed By : positiveit.us
Design and developed by positiveit.us